এক পুলিস অফিসার প্রমোশন পেয়ে ট্রেনিংয়ে গেছেন এবং সেখানে তাকে ট্রেনার SWOT এ্যানাল্যাইসিস সেখাচ্ছেন। SWOT হল কাজের ক্ষেত্রে শক্তি (Strength), দুর্বলতা (Weakness), সুযোগ (Opportunity) ও ভয় (Threat)-এর বিবেচনা। আলোচনার পর ট্রেনার ঐ অফিসারকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে SWOT এর একটা উদাহরণ দিতে বললেন।
উত্তরটা ছিল এমন:-
আমার শক্তি হল আমার বৌ;
আমার দুর্বলতা হল পাশের বাড়ির বৌ;
আমার সুযোগ হল তার বর যখন বাইরে কোথাও যায়;
আমার ভয় আমি যখন বৌকে রেখে বাইরে কোথাও যাই।
উত্তরটা ছিল এমন:-
আমার শক্তি হল আমার বৌ;
আমার দুর্বলতা হল পাশের বাড়ির বৌ;
আমার সুযোগ হল তার বর যখন বাইরে কোথাও যায়;
আমার ভয় আমি যখন বৌকে রেখে বাইরে কোথাও যাই।
No comments:
Post a Comment