Wednesday, May 11, 2011

জীবনে প্রথম

একটি মেয়ের জীবনে প্রথমঃ

আমি শুয়েই শরীর টানটান করে ফেললাম। ভয় ভয়ে ওকে একটু সময় দিতে বললাম। কিন্তু সে আমার কথা কানেও তুলল না।

সে আমাকে জিজ্ঞাসা করল আমি ভয় পাচ্ছি কিনা। জোরে জোরে মাথা নাড়লাম।

ও এবার কাছে এলো। আমি কেঁপে উঠলাম। ও ধীরে ধীরে এগুলো।

আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল ওর উপর বিশ্বাস রাখতে। ও আগেও এটা অনেকবার করেছে।

ওর মৃদু হাসিতে আমি একটু রিলাক্স হলাম। ও যাতে ভালোভাবে প্রবেশ করে পারে এজন্য আরো খুলে দিলাম। এবার আমি ওকে আরো তাড়াতাড়ি করতে বললাম। কিন্তু ও আমার কথা না শুনে ধীরে ধীরেই আগালো, আমাকে যতটা পারে কম ব্যাথা দিয়ে। ও আরো একটু জোরে চাপ দিতেই ব্যাথা ছড়িয়ে পড়তে লাগলো, আমি ব্যাথায় কুকরে গেলাম। তা দেখে ও শঙ্কিত হয়ে উঠে জিজ্ঞাসা করল ব্যাথা বেশী লাগছে কিনা। আমার চোখ পানিতে ভিজে গিয়েছে, তাও হাত নেড়ে ওকে করে যেতে ইশারা দিলাম। ও প্রবেশ করিয়ে, বের করে আবার প্রবেশ করালো, আমি তখন ব্যাথার উর্ধ্বে। একটু পরেই আমি টের পেলাম আমার ভিতরের ব্যাথাটা যেন কমে আসছে আর ওও ওটা বের করে আনলো। শেষ হতেই আমার সারা মুখে স্বস্তি ফিরে এল।

ও আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললো যে আমি এখন পর্যন্ত ওর দেখা সবচেয়ে সাহসী মেয়ে। দুদুটো দাঁত তুলে ফেলল, অথচ আমি একটুও চিৎকার করিনি।

আমিও মৃদু হেসে ডেন্টিস্টকে ধন্যবাদ দিলাম। কি যত্ন করেই না উনি আমার জীবনে প্রথম দাঁত তুললেন।

এই যে ভাই আপনারা কি ভাবছিলেন?

No comments:

Post a Comment