Wednesday, May 11, 2011

বলতে মানা !!!

একবার তিনবোনের একসাথে বিয়ে হলো। তাদের হানিমুনের জন্যও তারা একই যায়গায় যাওয়ার পরিকল্পনা করল। কিন্তু মেয়ের মা ঠিক করলেন যে তার এত আদরের তিন মেয়েকে প্রথমেই একা স্বামীর সাথে এতদূর যেতে দেবেন না। তাই উনিও তাদের সাথে গেলেন। হোটেলে পাশাপাশি চাররুমে তিনবোন স্বামীসহ আর মায়ের থাকার ব্যাবস্থা হলো।

রাতে হোটেল নিঃশব্দ হয়ে যাওয়ার পর মা উঠে গিয়ে বড় মেয়ের দরজায় কান পাতলেন। সেখান থেকে মেয়েটার চিৎকার শোনা যাচ্ছিলো। সন্তুষ্ট হয়ে মা এবার মেজো মেয়ের ঘরের দরজায় কান পাতলেন। সেখানে মেয়েটার খিলখিল হাসি শুনতে পেলেন। এবারও ভ্রুক্ষেপ না করে মা ছোট মেয়ের দরজায় কান রাখলেন। সেখান থেকে কোন শব্দই পেলেন না। চিন্তিত মুখে মা নিজের রুমে ফিরে এলেন।

পরদিন নাস্তা খাওয়ার সময় তিন মেয়েকে তাদের রাতের কথা জিজ্ঞেস করছিলেন তিনি। বড় মেয়েকে সুধালেন, 'তুমি রাতে চিল্লাচ্ছিলে কেন মা?'
'আমার ব্যাথা লাগছিলো' বড় মেয়ে বলে।
মেজো মেয়েকে বললেন, 'তুমি হাসছিলে কেন?'
'আমার সুরসুরি লাগছিলো মা' মেজো মেয়ের জবাব।
তারপর ছোট মেয়ের দিকে ফিরে বললেন, 'আর তোমার ঘর থেকে রাতে কোন শব্দ পাওয়া যাচ্ছিলো না কেন?'
ছোট মেয়ে হাত থেকে পানির গ্লাসটা নামিয়ে বলল, 'কেন মা তুমিই তো বলেছ কোন কিছু খাওয়ার সময় কথা বলতে হয় না'

No comments:

Post a Comment