Saturday, October 23, 2010

ভ্যাসলিন !

স্টিভ অনেক দিন ধরেই কম দামি, 2nd hand কিন্তু ভাল একটি মোটর সাইকেল খুঁজছিলো শেষ সে এরকম একটা মোটর সাইকেল পেয়ে গেল তবে সমস্যা ছিল একটাই মোটর সাইকেল এর ট্যাংকে একটি লিক ছিল তাই বৃষ্টি নামলে ছিদ্রটি ভ্যাসেলিন দিয়ে বন্ধ করা ছাড়া স্টিভ এর হাতে কোন উপায় ছিল না এজন্য তার পকেটে সবসময় ভ্যসেলিনের কৌটা থাকতো
তো এই অবস্থায় একদিন স্টিভের বান্ধবী অ্যানি স্টিভকে তার বাড়িতে ডিনার খেতে আমন্ত্রণ জানালো স্টিভ যথা সময়ে তার বাইক নিয়ে অ্যানির বাসায় হাজির হলো
অ্যানি বাইরে এসে স্টিভকে জানালো বাড়িতে এক অদ্ভুত অবস্থা বিরাজমান বাসায় ধোঁয়ার মতো অনেক থালা-বাসন, ডিস, পাত্র জমে গেছে কিন্তু কেউই তা ধুঁতে রাজি নয় তাই সিদ্ধান্ত হয়েছে আজ ডিনারে যে সবার আগে কথা বলবে সে সব পরিস্কার করবে!
তাই স্টিভকে কোন মতেই কথা বলা যাবেনা একথা শুনে চাল্লু স্টিভের মাথায় তখনই দুষ্ট বুদ্ধি খেলে গেল

বাড়ির ভেতর ঢুকে স্টিভ দেখলো রান্নাঘরে মেঝে থেকে শিলিং পর্যন্ত প্লেট আর ডিসের স্তুপ যা দেখে স্টিভও একটু ভয় পেয়ে গেল
যাই হোক ডিনারে ছিল মোট জন স্টিভ, অ্যানি, আ্যানির বাবা মা ডিনারে কেউ কোন কথা বললো না স্টিভ তার খেল শুরু করলো ডিনার শেষ হবার পরেই
সে অ্যানিকে হ্যাঁচকা টানে ডাইনিং টেবিলেই শুইয়ে দিয়ে sex করা শুরু করলো তার বাবা মার সামনেই!
আ্যনি প্রথমে কিছুটা frustrated হলেও পরে মজা নেয়া শুরু করলো তার মা ভীষণ অবাক চোখে তাকিয়ে রইলো আর বাবা রাগে ফুঁসতে লাগলো কিন্তু কেউ কোন কথা বললো না
অ্যানির সাথে শেষ করে স্টিভ একই কায়দায় তার মা কেও টেবিলে উঠিয়ে সেক্স করতে লাগলো
এবার অ্যানি রাগে ফুঁসতে লাগলো, তার বাবা রাগে মাথার চুল ছিড়তে শুরু করলো আ্যানির মা আগের চেয়ে ভাল বোধ করলো!
কিন্তু এবারো কেউ কোন কথা বললো না
হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকানোর শব্দ হলো এবং বৃষ্টি শুরু হলো স্টিভ তার বাইকের কথা ভেবে বাইরে যাবার জন্য পকেট থেকে ভ্যাসলিনের কৌটা বের করে টেবিল থেকে নামলো
ভ্যাসেলিন দেখে ভয়ে অ্যানির বাবা আর চুপ থাকতে পারলো না!
সে চিৎকার করে বলে উঠলো, "যথেষ্ট হয়েছে! আর কিছু করতে হবে না! আমিই সব প্লেট-ডিস পরিস্কার করবো!"

No comments:

Post a Comment