Thursday, October 21, 2010

জ্যান্ত মেশিন


সন্দেহজনক মনে করে এক লোকের বাড়িতে পুলিশ হানা দিল আশ্চর্যজনক ভাবে বাড়ির কর্তাকে পেয়েও গেল পুলিশ কর্মকর্তা বললেন , আপনাকে গ্রেফতার করা হল
লোকটি হতবম্ব হয়ে গেল
বলল, কেন গ্রেফতার করছেন জানতে পারি কি?
হ্যাঁ জানতে তো অবশ্যই পারেন জাল টাকা তৈরির সাথে যুক্ত থাকার জন্য আপনাকে গ্রেফতার করা হল
কিন্তু আমি তো জাল টাকা তৈরী করিনি
কিন্তু এই দেখুন, আপনার ঘরে জাল টাকা তৈরীর মেশিন পাওয়া গেছে এই সেই মেশিন
পুলিশ সাহেব মেশিনটা দেখাল
কিন্তু আমি তো জাল টাকা তৈরি করিনি!
আপনি আন্ডার অ্যারেস্ট আপনার কাছে টাকা জাল করার মেশিন আছে গ্রেফতার করার জন্য এটাই তো যথেষ্ট
তাহলে আপনি বরং আমাকে ধর্ষণ করার জন্য গ্রেফতার করুন
কিন্তু আপনি তো আর ধর্ষণ করেননি
কিন্তু ধর্ষণ করার জন্য আমার কাছে জলজ্যান্ত একটা মেশিন তো রয়েছে জনাব!

No comments:

Post a Comment