Saturday, October 23, 2010

বাবা মা কী করেন ?


ছোট্ট বাবুর ক্লাসে নতুন শিক্ষিকা মিস মিলি এসেছেন তিনি প্রথমেই সকলের সঙ্গে পরিচিত হবেন কাজেই বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, 'ছোট্ট সুজি, তোমার বাবা মা কী করেন?'
'
আমার বাবা একজন বিজ্ঞানী, আর মা একজন ডাক্তার'
মিষ্টি হেসে মিস মিলি বললেন, 'ছোট্ট টুনি, তোমার বাবা মা কী করেন?'
'
আমার বাবা একজন শিক্ষক, আর মা একজন উকিল'
'
বাহ! ছোট্ট বাবু, তোমার বাবা মা কী করেন?'
বাবু বলল, 'আমার বাবা মারা গেছেন, আর মা একজন পতিতা'
মিস মিলি রেগে আগুন হয়ে প্রিন্সিপালের কাছে পাঠালেন বাবুকে মিনিট পাঁচেক পর ছোট্ট বাবু ফিরে এল
'
তুমি প্রিন্সিপালকে বলেছ, তুমি আমার সঙ্গে কেমন আচরণ করেছ?'
'
হ্যাঁ মিস' বলল বাবু
'
তিনি কী বললেন?'
'
বললেন, আমাদের সমাজে কোনও কাজই তুচ্ছ নয় তারপর আমাকে একটা আপেল খেতে দিলেন, আর বাসার ফোন নাম্বার লিখে রাখলেন'

1 comment: