Monday, October 25, 2010

Father's Ass


একজন ফাদার চার্চের জন্য কিছুটাকা তুলতে চানতিনি বিশপকে জিজ্ঞেস করলেন ,কিভাবে কিছু টাকা আয় করা যায় বলুন ! চার্চে কিছু সংস্কার কাজ করা হবে কিন্তু ফান্ডে যথেষ্ট টাকা নাইবিশপ বুদ্ধি দিলেন , শহরে ঘোড়ার রেস হয় প্রতি সপ্তাহে একটা ঘোড়া কিনে সেখানে অংশ নাও পরের সপ্তাহেই ফাদার গেলেন ঘোড়া কিনতে কিন্তু ঘোড়ার দাম শুনে তার চক্ষু চড়ক গাছেবেচারা আর কিছু কিনতে না পেরে একটা গাধা কিনে নিয়ে চলে এলেন শহরে এসে ভাবলেন , কিনছি যখন গাধা, সেটাকেই রেসে লাগাই কি আর এমন হবে যদি হেরে যাইরেসের ময়দানের সবাইকে অবাক করে দিয়ে গাধাটা ঘোড়ার রেসেই তৃতীয় হয়ে বসল শহর জুড়ে গাধার প্রশংসা আর তার কীর্তির আলাপ হচ্ছে পত্রিকা গুলাও পরদিন ফলাও করে খবর ছাপাল, Father'S ASS SHOWS!!! ফাদার গাধাটাকে খুব ভালো ভালো খাবার দেয়া শুরু করলেন পরের সপ্তাহেও রেসে অংশ নিলেন গাধা নিয়েই এইবার তার গাধা রেসের প্রথমেই পরদিন বিশাল ছবি সহ সংবাদপত্রের শিরোনাম- FATHER'S ASS OUTIN FRONT!!! ফাদার আগ্রহ নিয়ে বিশপের সাথে দেখা করতে গেলেনফান্ডে বেশ ভালো টাকা জমা হচ্ছে গাধাটার কারনে এদিকে গাধাটা আবার শহরের হিরো হয়ে গেছে কিন্তু বিশপ পেপারের হেড লাইনগুলো পছন্দই করেন নাই তিনি ফাদারকে হুকুম দিলেন , বদমাশ গাধাকে আর রেসে দিবেন না ফাদার তাই করলেনরেসে কভার করতে আসা সাংবাদিকেরা জিজ্ঞেস করল গাধাটা রেসে নাই কেনো ? সহজ-সরল ফাদার বলে দিলেন বিশপের নির্দেশেই এই কাজ করা হয়েছেরেসিং ডে এর পরের দিনপেপারে আসল - BISHOP SCRATCHES FATHER'S ASS বিশপ এইবার পুরা ক্ষেপা তার কড়া নির্দেশ এলো ফাদারের কাছেগাধাকে সরাও ফাদার আরকি করবেন ? এত শখের গাধা তারকাছের এক সন্ন্যাসী আশ্রমে তার পরিচিত এক নান থাকেনতিনি গাধাটা নানকে দিয়ে দিলেনপরের দিনে পেপারে আসল , NUN HAS BEST ASS IN TOWN!!! এইবার পেপারের হেডিং দেখে বিশপফিট হয়ে পড়ে গেলেন জ্ঞানফিরে আসার পর নানকে খবর পাঠালেন ,দয়া করে গাধাটা বিক্রি করে দেননান তাই করলেন নামমাত্র মূল্যে বিক্রি করে দিলেন গাধাটা পেপারে খবর চলে আসল ,NUN SELLS ASS FOR 1000Taka. বিশপের মাথা এইবার আউলিয়ে গেছেপেপারগুলা যা শুরু করছে !!!! গাধাটার হাত থেকে যেভাবেই হোকমুক্তি পেতে হবেতিনি নানকে নির্দেশ দিলেন ,আপনি গাধাটা আবার কিনে নেনএরপর সেটাকে জঙ্গলে ছেড়ে দেনএরসাথে আমাদের চার্চের যেনকোনরূপ সম্পর্ক না থাকে নান গাধাটা কিনে ফেরত নিলেন তারপর বনে নিয়ে ছেড়ে দিলেন সংবাদ সম্মেলন করে জানালেন, আমার গাধাটার সাথে চার্চের কোনরূপ সম্পর্ক আর নাই সেটাকে মুক্ত করে দেয়া হয়েছে কেউই আর গাধাটার মালিক নয় পরেরদিন পেপারের হেডিং - NUN ANNOUNCES HER ASS IS WILD AND FREE. সেইদিন সকালে হার্ট এটাকে বিশপমারা গেলেন

No comments:

Post a Comment