Friday, March 25, 2011
কয় ছেলে-মেয়ে?
এক ভদ্র মহিলা ইন্ডিয়া থেকে ট্যুর করে দেশে ফিরছে। সাথে কিছু শপিং করে আনা লাগেজ। বর্ডারে আসার পর বিডিআর লাগেজ চেক করছে আর একটা একটা করে জিনিষ নামিয়ে রাখছে। ভদ্র মহিলা বললো, " এগুলো তো সব ব্যাবহারের জিনিষ। আমিতো অবৈধ কিছু আনিনি, আপনি সব রেখে দিচ্ছেন কেন?" শেষে নিজের হাজব্যান্ড আর ছেলের জন্য কিছু জিনিষ না নেবার জন্য অনেক রিকোয়েস্ট করলো কিন্তু বিডিআর জওয়ান কোন কথাই শুনছে না। ভদ্র মহিলা প্রচণ্ড রেগে গেলো আর মনে মনে ভাবল এসব বেজন্মাদের সাথে কোন কথা বলে লাভ নেই। ভদ্র মহিলাকে হঠাৎ চুপচাপ দেখে বিডিআর জওয়ান জিজ্ঞেস করলো, "ম্যাডাম আপনার কয় ছেলে মেয়ে?" ভদ্র মহিলা বললো, " আমার দুই ছেলে, তবে বিয়ের পরে যেটা জন্মেছে সে ব্যারিস্টারী করে আর বিয়ের আগে যেটা জন্মেছে সেটা বিডিআর-এ চাকরি করছে।"
Labels:
bangla jokes,
hot jokes,
jokes
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment