Saturday, March 26, 2011

গ্যারেজের দরজা

বস অফিসে ঢোকার সময় প্যান্টের জিপার খোলা দেখে বিব্রত অবস্হা এড়াতে মহিলা সেক্রেটারী এগিয়ে গিয়ে জানতে চাইল,
স্যার, সকালে বের হওয়ার সময় কি গ্যারেজের দরজা লাগিয়েছেন?
বস বুঝতে না পেরে একটু পাজলড হয়েই তাঁর ডেস্কে গেল। তারপর কাজ শুরু করতে যাবে এমন সময় দেখল প্যান্টের জিপার খোলা। জিপার লাগাতে লাগাতে তার মনে পড়ল সেক্রেটারি কি বলছিল।
ইচ্ছে করেই সে তখন কফি নিতে সেক্রেটারির কাছে গেল এবং আস্তে করে জানতে চাইল, ”তুমি কি গ্যারেজে পার্ক করা আমার বিএমডব্লিউ দেখছিলে ?”

সেক্রেটারী একটু হাসল, তারপর বলল, না বস আমি তেমন কিছু দেখিনি, আমি যা দেখেছি সেটা হল একটা চাকা বসে যাওয়া টাটা ন্যানো ।

No comments:

Post a Comment