Friday, March 25, 2011

বাবার আতঙ্ক !!!

একবার এক বাড়িতে খুব ফুটফুটে একটা ছেলে হয়েছে। সবাই দারুন খুশি। বাচ্চাটা একটু বড় হতেই মুখে নানা রকম শব্দ করতে শুরু করলো। প্রথম যখন মা বলা শিখলো ওর মার আনন্দ আর ধরে না। কিন্তু তিন দিনের মাথায় ওর মা মারা গেলো। এর কিছুদিন পর বাচ্চাটা যখন না...না... বলা শিখলো তার তিন দিনের মাথায় ওর নানা মারা গেলো। এতো দুঃখের মধ্যেও সবাই ব্যাপারটা একটু লক্ষ্য করলো আর মনে মনে সবাই (ওর বাবা, দাদা, চাচা......) প্রাথনা করতে লাগলো বাচ্চাটা তার নাম যেন না শেখে। কিন্তু বাচ্চাটা এবার বা...বা...বা... বলা শুরু করলো। ওর বাবার মনে আতঙ্ক শুরু হয়ে গেলো... এবার আমি শেষ! খুব আদর করে বাচ্চার মুখে হাত দিয়ে বার বার থামিয়ে দিচ্ছে আর বলছে বাবু বাবা বলেনা... বাবা বলেনা... আদর পেয়ে বাচ্চাটা আরও বেশি বেশি করে বা...বা...বা... বলতে লাগলো। মৃত্যু ভয়ে ওর বাবার অবস্থা খারাপ... তিন দিন পর পাশের বাড়ির এক লোক মারা গেলো......!

No comments:

Post a Comment