Friday, March 25, 2011

ওয়ার্ল্ড লং বাল কম্পিটিশন

বিশ্ব দীর্ঘ বাল প্রতিযোগিতার ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে। এক লোক ২ বছর ধরে বাল কাটেনা...... প্রায় ১ হাত লম্বা হয়েছে তার বাল। সে তো মহা খুশি...... ফার্স্ট হবেই...! কেউ আটকাতে পারবেনা তাকে। প্রতিযোগিতার দিন সে যথারীতি স্টেডিয়ামের গেটে গিয়ে হাজির।

কিন্তু একি!....... দারোয়ান তার পাঁচ হাত লম্বা লম্বা বাল দিয়ে কান চুলকাচ্ছে......!!!

লোকটা অবাক হয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো, " বস! এত্তো লম্বা বাল নিয়ে আপনি গেটে দারোয়ান গিরি করছেন!!!" আর মনে মনে ভীষণ লজ্জা পেয়ে...... ছি ছি ছি এই ১ হাত লম্বা বাল নিয়েই আমি !...... ছি!

দারোয়ান কানে বাল দিয়ে চুলকাতে চুলকাতে এক চোখ বন্ধ করে মুখটা ব্যাকা করে ঘাড়টা কাঁত করে লোকটাকে বললো, " আরে ভাই...... আমার বাল আর কি লম্বা দেখছেন...... ভিতরে গিয়ে দেখেন কতজনে তাদের বাল দিয়ে লাল, নীল, হলুদ রঙের ঘুড়ি ওড়াচ্ছে.........!!!......"

No comments:

Post a Comment